Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Name
MD. MOHI UDDIN
Image
Speech

প্রাচ্যের রাণী নামে খ্যাত চট্টগ্রাম শহর হতে অনতিদূরে প্রকৃতির অপরুপ রুপ নিয়ে গঠিত যে লীলাভূমি তারই নাম কাপ্তাই। প্রাকৃতিক বৈচিত্র এবং শিল্প সমৃদ্ধ হিসাবে কাপ্তাই উপজেলার নাম দেশ জুড়ে বিস্তৃত । দেশের যে কোন প্রান্তের পর্যটক কাপ্তাইয়ের রুপে পাগল হয়ে ছোটে আসে প্রতি নিয়ত। বাংলাদেশের সকল উপজেলা হতে সহজেই এ উপজেলাকে আলাদা করা যায়। এ উপজেলায় রয়েছে এক সময়কার এশিয়ার বিখ্যাত কাগজ কল কর্ণফূলী পেপার মিল। রয়েছে কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্প ও বন শিল্প উন্নয়ন কর্পোরেশন । এছাড়াও রয়েছে অনেক শিল্প কারখানা। কাপ্তাইয়ের পরতে পরতে রয়েছে প্রকৃতির অপার মনোহর সৌন্দয্য। এ যেন এক জীবন্ত ছবি। আর এসবই কাপ্তাই উপজেলাকে করেছে অন্যন্য। এ এলাকায় রয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ এবং খৃষ্টান সম্প্রদায়ের সহাবস্থান ও সম্প্রীতিপূর্ণ বসবাস। পাশাপাশি এ উপজেলায় আদিবাসী ও বাঙালী জনগণ একসাথে মিলেমিশে বসবাস করে। ধর্মীয় বা রাজনৈতিক কারণে এ উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি এতটুকু অবনতি হয় নি কখনো। এখানে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র। একদিকে উচু নিচু পাহাড় আর অপরদিকে পাহাড়ী খরস্রোতা কর্ণফুলী নদী যা এ উপজেলাকে করেছে আরোও নয়নাবিরাম। প্রাকৃতিক শোভা মন্ডিত কাপ্তাই উপজেলায় সকলকে সু-স্বাগতম।


Joining Date
2023-08-03
Mobile