প্রাচ্যের রাণী নামে খ্যাত চট্টগ্রাম শহর হতে অনতিদূরে প্রকৃতির অপরুপ রুপ নিয়ে গঠিত যে লীলাভূমি তারই নাম কাপ্তাই। প্রাকৃতিক বৈচিত্র এবং শিল্প সমৃদ্ধ হিসাবে কাপ্তাই উপজেলার নাম দেশ জুড়ে বিস্তৃত । দেশের যে কোন প্রান্তের পর্যটক কাপ্তাইয়ের রুপে পাগল হয়ে ছোটে আসে প্রতি নিয়ত। বাংলাদেশের সকল উপজেলা হতে সহজেই এ উপজেলাকে আলাদা করা যায়। এ উপজেলায় রয়েছে এক সময়কার এশিয়ার বিখ্যাত কাগজ কল কর্ণফূলী পেপার মিল। রয়েছে কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্প ও বন শিল্প উন্নয়ন কর্পোরেশন । এছাড়াও রয়েছে অনেক শিল্প কারখানা। কাপ্তাইয়ের পরতে পরতে রয়েছে প্রকৃতির অপার মনোহর সৌন্দয্য। এ যেন এক জীবন্ত ছবি। আর এসবই কাপ্তাই উপজেলাকে করেছে অন্যন্য। এ এলাকায় রয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ এবং খৃষ্টান সম্প্রদায়ের সহাবস্থান ও সম্প্রীতিপূর্ণ বসবাস। পাশাপাশি এ উপজেলায় আদিবাসী ও বাঙালী জনগণ একসাথে মিলেমিশে বসবাস করে। ধর্মীয় বা রাজনৈতিক কারণে এ উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি এতটুকু অবনতি হয় নি কখনো। এখানে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র। একদিকে উচু নিচু পাহাড় আর অপরদিকে পাহাড়ী খরস্রোতা কর্ণফুলী নদী যা এ উপজেলাকে করেছে আরোও নয়নাবিরাম। প্রাকৃতিক শোভা মন্ডিত কাপ্তাই উপজেলায় সকলকে সু-স্বাগতম।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS