পরিবেশ ও বন মন্কণালয়াধীন কাপ্তাই রেঞ্জ, আয়তন ৪,২৭৪.০০ একর পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ, রাঙ্গামাটি পার্বত্য জেলা। |
নীলামে কাঠ ক্রয়ের বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্যাদি পাওয়া যায়। নীলামে বিক্রিত কাঠের রাজস্ব আদায় করা হয়। এছাড়া কাপ্তাই জাতীয় উদ্যানে পর্যটকদের নিকট প্রবেশ ফি আদায়, বনভোজনে সহায়তা এবং ভ্রমনে ইঞ্জিন বোটের দ্বারা সহযোগীতা করা হয়। জাতীয় উদ্যানে আগত পর্যটকদের গাইড লাইন ও ভ্রমনে সার্বিক সহযোগীতা করা হয়। |
নীলামের ক্রয়কৃত কাঠের রাজস্ব আদায় করা হয়। কাপ্তাই জাতীয় উদ্যানে আগত পর্যটকদের ভ্রমনে সহায়তা সহায়তা করা হয়। দিবা রাত্রি বন কর্মীদের টহলে মাধ্যমে প্রাকৃতিক ও সৃজিত বন রক্ষা করা হয়। এছাড়া বন্য পশু পাখিদের রক্ষণাবেক্ষনের মাধ্যমে রক্ষা করা হয়। এতে পরিবেশের জীব বৈচিত্র্যের ভারসম্য রক্ষা হয়। |
ছবি | নাম | মোবাইল |
---|---|---|
![]() |
মোঃ আরশাদুল হক | 01821125016 |
ছবি | নাম | মোবাইল |
---|---|---|
![]() |
মোঃ আরশাদুল হক | 01821125016 |
ছবি | নাম | মোবাইল |
---|---|---|
এস,এম, এবারিক | ||
মোঃ আঃ রফিক | ||
সিকদার আতিকুর রহমান | ||
জীবন বিকাশ চাক্মা | ||
মোঃ শাহ আলম | ||
মোঃ আকতার হোসেন |
বর্তমানে গুরুত্বপূর্ণ কোন প্রকল্প নাই । তবে পাহাড় বেষ্টিত কাপ্তাই বনাঞ্চলের বিভিন্ন প্রজাতীর গাছ নিয়ে নানামুখী পরিকল্পনার কাজ করে যাচ্ছে। এছাড়া কাপ্তাই জাতীয় উদ্যানের বিড়ল প্রজাতীর গাছ সমূহ রক্ষার কাজের এ রেঞ্জ হতে কাজ চলছে।
1) প্রধান কর্মকর্তা পদবী- রেঞ্জ কর্মকর্তা 2) অফিসের নামঃ কাপ্তাই রেঞ্জ, কর্মকর্তার কার্যালয়, নেভী রোড কাপ্তাই। যেকোন স্থান থেকে কাপ্তাই লগগেইট নেমে ২০০ মিটার উত্তরে বাংলাদেশ সুইডিশ পলিটেকনিক ইন্সটিটিউট এর বিপরীতে অবস্থিত। |